পর্যটন খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নতুন নতুন অবকাঠামো নির্মাণ, উপকূলীয় পর্যটন এলাকার উন্নয়ন ও দুর্যোগে প্রান্তিক জনপদের পর্যটন ব্যবসায়ীদের রক্ষায় কল্যাণ তহবিল গঠনসহ পর্যটন খাতের উন্নয়নে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে সম্মিলিত পর্যটন জোট। গতকাল শনিবার প্রেসক্লাবে জোট আয়োজিত পর্যটনবান্ধব জাতীয় বাজেট ২০২৩-২৪ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। এফবিসিসিআইয়ের পরিচালক নাসির মজুমদারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) এর সভাপতি খবির উদ্দিন আহমেদ, প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সেক্রেটারি তৌফিক রহমান, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি মো. আবু তারিক বলেন, সরকারের বিভিন্ন খাতের বাজেট নিয়ে আলোচনা করা হলেও পর্যটন খাতের বাজেট নিয়ে আলোচনা করা হয় না। এ খাতের উন্নতির জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা।

বিশেষত পর্যটন কর্পোরেশন ও সিভিল এভিয়েশনকে একসঙ্গে কাজ করতে হবে। যেন এ খাত স্বাবলম্বী হয়ে ওঠে। বৈঠকে বক্তারা যেসব দাবি জানান : ১) অপ্রদর্শিত অর্থ পর্যটন খাতে অবাধ বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। ২) নতুন নতুন অবকাঠামো নির্মাণ, উপকূলীয় পর্যটন এলাকার উন্নয়ন ও দুর্যোগে প্রান্তিক জনপদের পর্যটন ব্যবসায়ীদের রক্ষায় কল্যাণ তহবিল গঠনসহ পর্যটন খাতের উন্নয়নে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে। ৩) পর্যটন শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানির সুযোগ দিতে হবে। ৪) পর্যটন রপ্তানিতে কমপক্ষে ১০ শতাংশ ইনসেনটিভ দিতে হবে। ৫) পর্যটনের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ভ্যাট ট্যাক্স পুনর্নির্ধারণ করতে হবে। ৬) বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিজম জোন ও আন্তর্জাতিকমানের সুবিধা প্রদান করতে হবে। ৭) বিনিয়োগের নিরাপত্তা প্রদানে আপদকালীন ফান্ড গঠন ও তার প্রাপ্তি স্বত্ব সহজ করতে হবে। ৮) পর্যটন সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং ও অন্যান্য সুবিধার জন্য বরাদ্দ দিতে হবে। ৯) পৃথক পর্যটন মন্ত্রণালয় গঠন করতে হবে। ১০) কমিউনিটিভিত্তিক পর্যটনকে উৎসাহিত করতে বাজেটে বরাদ্দ দিতে হবে।