ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিমান চলাচল চুক্তির বিষয়ে ঢাকায় আলোচনা

বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিমান চলাচল চুক্তির বিষয়ে ঢাকায় আলোচনা

ঢাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে গত মঙ্গলবার বাংলাদেশ এবং ইউএই’র মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল বিষয়ে দুই দিনব্যাপী আলোচনা শেষ হয়। উভয় পক্ষের আলোচনায় ইউএই’র এয়ারলাইন্সগুলো বাংলাদেশে তাদের বিমান চলাচল বৃদ্ধির প্রস্তাব করে এবং বিভিন্ন রুটে ফিফ্থ ফ্রিডম অধিকার পাওয়ার জন্য প্রস্তাব দেয়। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কর্মযজ্ঞ বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে না বিধায় বর্তমানে যে হারে ফ্লাইট চলমান আছে, তা সেই পর্যায়ের মধ্যে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে বর্ধিত কলেবরে বিমান উড্ডয়নের প্রস্তাবনা পর্যালোচনা করা হবে। তবে, ফিফথ ফ্রিডম অধিকারটি বাস্তবায়ন করা সম্ভব হবে না- মর্মে বেবিচক’র পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, এই আলোচনায় এমিরেটস স্টেটগুলোর মধ্যে ফুজাইরাহ স্টেটের পক্ষে বিমানবন্দরগুলোর সক্ষমতা অর্জন সাপেক্ষে ফ্লাইট বরাদ্দের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। ইউএই’র ডেলিগেশন প্রধান সাইফ মোহম্মেদ আল সুওয়াইদি বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে বিমানবন্দর ব্যবস্থাপনায় কারিগরি ও পরামর্শক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান দুই দিনের ওই সভায় সভাপতিত্ব করেন। ইউএই’র পক্ষে জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এবং দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ, ফুজাইরাহ সিভিল এভিয়েশন অথরিটির উর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএই’র বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিসহ ২২ জন উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেবিচকের চেয়ারম্যানের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্ববতন কর্মকর্তা ও বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত