মঙ্গলে প্রকৃতির বই
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মহাকাশের অন্য গ্রহে প্রাণের সন্ধানে প্রতিনিয়তই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই খোঁজ মিলল এক আশ্চর্যজনক জিনিসের। বহু গবেষণার পর পৃথিবীর পরে একমাত্র মঙ্গল গ্রহকে মানুষের বসতি স্থাপনের একটি বিকল্প হিসেবে ভাবছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যেই মঙ্গলে পাঠানো মহাকাশযান থেকে মঙ্গল গ্রহের বিভিন্ন ছবিও পাওয়া গেছে। পৃথিবীর বিজ্ঞানীরা এই ছবিগুলো নিবিড়ভাবে পরীক্ষা করে চলেছেন। এই সব ছবি থেকে মঙ্গলে জলের খোঁজ পাওয়া যায় কি-না তা নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি এই লাল গ্রহ থেকে পাওয়া গেছে কিছু আশ্চর্যজনক ছবি। মঙ্গল থেকে পাওয়া ছবিতে পাওয়া গেছে অনেকটা বইয়ের মতো দেখতে এক বস্তু। বিজ্ঞানীরা এই ছবি দেখে মঙ্গলে এলিয়েন বসবাস নিয়ে সন্দেহ করেছেন। তবে যাই হোক, ক্লোজ-আপে এই বইয়ের মতো জিনিসটি পাথরের তৈরি বলে মনে করছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে লাইভ সায়েন্স ডটকম ও স্পেস ডটকম। এই শিলাটির নাম দেওয়া হয়েছে টেরা ফার্ম। গত মাসেই এই বিশেষ শিলার খোঁজ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেকটা খোলা বইয়ের মতো দেখতে। মার্স রোভার নামের নাসার মহাকাশযান গেল ১০ বছর ধরে মঙ্গলগ্রহ থেকে অনেক ছবি পাঠিয়েছে। মার্স রোভার মঙ্গলে যাওয়ার ৩ হাজার ৮০০ দিন পর টেরা ফার্মের ছবি পাঠায়। এই ছবি দেখা মাত্রই বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই ছবি দেখার পর কেউ কেউ মজা করে বলেছেন যে, হয়তো এলিয়েনরা শিক্ষিত, তাই বইয়ের আকারের এই ছবির দেখা মিলেছে। এ নিয়ে অনেকেই মন্তব্য করে লিখেছেন, ‘এটা কী প্রকৃতির বই?’ ‘যদি আরও কাছ থেকে দেখা যায়, তাহলে হয়তো লেখাও দেখতে পাওয়া যাবে’ এমনও মন্তব্য করেছেন অনেকে। তবে নতুন এই শিলা থেকে আরও অনেক রহস্যের খোঁজ মিলতে পারে বলে মনে করা যাচ্ছে।