বঙ্গবন্ধু দেশে ইসলামের ভিত্তি স্থাপন করেছেন
বললেন পলক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু এ দেশে ইসলামের ভিত্তি স্থাপন করে গেছেন। তিনি স্বাধীন বাংলাদেশে মাদ্রারা বোর্ড, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গাহ দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গাহ প্রদান করেছিলেন। আপনারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ সদস্যের জন্য দোয়া করবেন। প্রতিমন্ত্রী বলেন, তিন বছর করোনা ও দুই বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ। বিশ্বের ১ নম্বর অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও নাকি ঢেউলিয়া হওয়ার পথে। তাদের ৩০ টিলিয়ন নাকি ঋণ রয়েছে। অনুষ্ঠানে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।