ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাল্যবিবাহ নিরোধ কমিটির আওতাভুক্ত রিফ্রেশার্স প্রশিক্ষণ

বাল্যবিবাহ নিরোধ কমিটির আওতাভুক্ত রিফ্রেশার্স প্রশিক্ষণ

বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির আওতাভুক্ত রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকা আহ্্ছানিয়া মিশন-এর উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ ও ঢাকা আহ্্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দিন প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর আলোকে ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত