ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

গুচ্ছ পদ্ধতিতে আজ তৃতীয়বারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। জানা যায়, আজ অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মশাররফ হোসেন ভবনসহ ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের অনেক বেশি নিরাপত্তার জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ থাকবে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে দুই জেলার পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন। যে কোনো ধরনের অপরাধ দমনে সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত