কেএনএফ সংশ্লিষ্টতা

বান্দরবানে সংবাদকর্মী কারাগারে

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) সংশ্লিষ্টতায় লোঙ্গা খুমী (৪০) নামের রুমা উপজেলায় কর্মরত এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকালে লোঙ্গা খুমীকে রুমা থানা পুলিশ বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠান।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লোঙ্গা খুমী ঢাকার একটি পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তাকে সেনাবাহিনী শুক্রবার আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়। জানা যায়, আটক ব্যক্তি কেএনএফের কেন্দ্রীয় কমিটির সহকারী বৈদেশিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফকে তথ্য আদান প্রদান করতেন। ফলে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। তার সরাসরি সম্পৃক্ততা বিষয়ক কেএনএফের গোপন অফিসিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে এলে সেই সূত্র ধরে তাকে আটক করা হয়। গোপন নথিতে কেএনএফের শীর্ষ নেতৃত্বের একটি অফিসিয়াল তালিকা রয়েছে। লোঙ্গা খুমী জেলার রুমা উপজেলার কুলাইনপাড়া গ্রামের বগামুখ এলাকার ঙাচা খুমীর ছেলে। গত ৬ বছর পূর্বে সে মুরং বাজার এলাকায় পল্লী ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রুমা গির্জা পাড়ায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সূত্র : বাসস