ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নদী ভাঙতে থাকবে আমরা কাজ করতে থাকব

বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙতে থাকবে আমরা কাজ করতে থাকব

নদীভাঙন রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল রোববার দুপুরে কুড়িগ্রামের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে চিলমারীর কাচকোল এলাকার পথসভায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব। অতীতের মতো এমন না যে নদীভাঙন শুরু হয়েছে কিন্তু পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে। তিনি বলেন, করোনার সময় এত প্রণোদনা দেয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই। ধীরগতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দিইনি। চিলমারীর কাচকোলে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও পথসভা শেষে প্রতিমন্ত্রী স্পিডবোটে বিকাল ৩টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত