ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার কাছে মোবাইল কিনে দেয়ার আবদার করে না পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিঠুন (১৭) নামের এক কিশোরের আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল গ্রামে এই ঘটনা ঘটে। মিঠুন ওই গ্রামের দিনমজুর আ. রহিমের ছেলে।

জানা যায়, মিঠুন সম্প্রতি তার বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেয়ার আবদার করে। তবে অস্বচ্ছ হওয়ার কারণে বাবা তাল শাস বিক্রি করে মোবাইল কিনে দেবেন বলে সময় নেন। এর মধ্যে গত শনিবার বিকালে বিছানায় শুয়ে সে যন্ত্রণায় কাতরাতে থাকলে পরিবারের স্বজনরা তাকে জিজ্ঞেস করলে সে জানায় আমি আর বাঁচব না। পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাদপুর অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধাসহ থানা পুলিশের একটি দল। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, চিকিৎসকের প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে যে, কিশোর মিঠুন বিষজাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত