জবির হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক নারী শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে তদন্ত কমিটিকে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে বললেও নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়া হয়নি।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠিত হয়।

কমিটির বাকি দুই সদস্য হলেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং সহকারী প্রক্টর শাহনাজ পারভীন।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ বলেন, চিঠি পেয়েছি। আমরা কমিটির সদস্যরা একটি মিটিং করবো। আর তদন্তে আমরা বিলম্ব করবো না। অতিদ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দিব।

গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের কয়েকজন নারী কর্মী চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে নূরকে তিন ঘন্টা কক্ষে আটকে নির্যাতন করে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।