ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড়পুকুরিয়া কয়লাখনি

নির্মাণ প্রকল্পের ৪৩ জনকে ১০ কোটি টাকার চেক প্রদান

নির্মাণ প্রকল্পের ৪৩ জনকে ১০ কোটি টাকার চেক প্রদান

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভায় পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্প ও ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ প্রকল্পের ৪৩ জনকে প্রায় ১০ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিচুর রহমান এই চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ প্রমুখ। জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আরিফুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, সহকারী কমিশনার (রেকর্ডরুম), মো. মুলতামিস বিল্লাহ, ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী রানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত