নির্বাচনে বাধা দেয়া গণতন্ত্রের কাজ নয়

বললেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ভুলত্রুটি থাকলে বলবেন, আলোচনা করবো, সমাধান করবো। কিন্তু নির্বাচনে বাধা দেয়া গণতন্ত্রের কাজ নয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সব কিছু চলে। নির্বাচনে বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। পেঁয়াজের দাম কমে আসবে। দাম বাড়তে দেয়া হবে না। তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশের মানুষের শান্তি নষ্ট করতে যারা তৎপর হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন)

এসএম শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর -পূর্বাঞ্চল) খুশী মোহন সরকার।