নৌপুলিশের অভিযান
হালদা থেকে এক হাজার মিটার জাল জব্দ
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে এক হাজার মিটার চরঘেরা জাল ও পাঁচটি মশারির ঠ্যালা জাল গতকাল হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা এলাকা থেকে জব্দ করা হয়। রামদাশ মুন্সির হাট হালদা নদীর অস্থায়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান বলেন, নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নির্দেশনায় হালদা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে প্রতি বছর প্রজনন মৌসুমে ঘেরা জাল দিয়ে মাছ ধরছে একটি চক্র। পুলিশের অভিযানে মাছ ধরা কিছুটা কমলেও আবার বেড়ে যায়। এই নিয়ে পরিবেশবাদীরা উদ্বিগ্ন। গেল তিন মাসে কয়েক হাজার মিটার জাল জব্দ করে নৌপুলিশ।