আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান এমপি। এ সময় পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হকসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।