গাজীপুর সিটিতে ভোটের আসল চিত্র উঠে এসেছে

বললেন আমীর খসরু

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ‘সুষ্ঠু দেখানোর চেষ্টায় দেশের ভোটের আসল চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, সে চেষ্টা করা হয়েছে। ওই চেষ্টার ফলাফলটা আমরা দেখেছি, কী উঠে এসেছে আমরা দেখেছি সবাই। এটাই হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।

গতকাল শুক্রবার সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আমীর খসরু এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্বোধন শেষে গাজীপুর নির্বাচন নিয়ে কথা বলছিলেন খসরু। বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে জিতে মেয়র হতে চলছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। স্বতন্ত্র প্রার্থী জায়েদা ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে।

জনগণের ভোটাধিকার আনতে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, আজকে আমরা রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। যদি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায়, মানবাধিকার ফিরিয়ে আনা না যায়, তাহলে গণতন্ত্র ফিরে আসবে না।

সবাইকে বিএনপির আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে দলটির এই নেতা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে এখন আরেকটা আসছে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাক্ট’। আরো আইন আসবে, আরো নিপীড়ন-নির্যাতনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আগামী দিনে জনগণের কাছে জবাবদিহিমূলক কোনো সরকার আপনারা পাবেন না। সেজন্য নিশ্চিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারে অধীনে অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন আমীর খসরু। এর কোনো বিকল্প নেই মন্তব্য করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর গুরুত্বও তুলে ধরেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান, সহ-সভাপতি দীপু সারোয়ার এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন সুমন বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুষ্ঠানে সুইডেনে থাকায় সেখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্য কামনা করেছেন বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ঐক্যের সমৃদ্ধি’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। বিকালের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।