কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার একটি সেতুর উপর থেকে বিদেশি পিস্তলসহ ডাকাত সর্দার আব্দুল্লাহ উরফে জুয়েল (৩৪)কে গ্রেপ্তার করেছে ভৈরব থানার পুলিশ। গতকাল দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জুয়েল উপজেলার গজারিয়া ইউনিয়নের চান্দেরচর গ্রামের সরাফত আলীর ছেলে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত জুয়েল একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে একটি অস্ত্র মামলা ও পাঁচটি ডাকাতির মামলা চলমান। নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে গতকাল দুপুরে জুয়েলকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।