সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত করার প্রত্যয়
ডাম কাপ-আপ প্রকল্পের অগ্রগতি অবহিত প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শহর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও প্রকল্পের অগ্রগতি স্টেকহোল্ডারদের জানানোর লক্ষ্যে ডাম কাপ-আপ প্রকল্পের অগ্রগতি অবহিত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ডামের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ডামের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক (যুগ্ম সচিব), অ্যাডমিন, ফাইন্যান্স, ইমপ্লিমেন্টেশন মুহাম্মদ নুরুজ্জামান শরীফ, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন ডামের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন এবং নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। অনুষ্ঠানে তাৎপর্য, প্রকল্পের সার্বিক রূপরেখা ও অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাম শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর এডুকেশন অ্যান্ড টিভিইটি মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্যের পর প্রকল্পের ওপর উপস্থাপনা করেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন কো-আরডিনেটর শেখ শফিকুর রহমান। এরপর অংশগ্রহণকারীরা একটি মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিক্ষা কর্মী এবং অভিভাবকরা প্রকল্পটি ফলপ্রসূ পরিচালনার জন্য তাদের মতামত ও মন্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডামের নির্বাহী পরিচালক বলেন, ডাম কাপ-আপ প্রকল্প যেসব শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষণ-শিখন কার্যক্রম চালমান রেখেছে, তা মানসম্মত। আমাদের মনিটরিং ও সুপারভিশন টিম সঠিকভাবে কাজ করছে। শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে তার পাঠ সম্পন্ন করতে পারে, সেদিকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ নুরুজ্জামান শরীফ বলেন সুবিধাবঞ্চিত সব শিশুকে আমরা শিক্ষার আওতায় আনতে চাই। ঢাকা আহ্ছানিয়া মিশন বিশ্বের মধ্যে একটি অনন্য স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতিষ্ঠানটি শহরের বস্তি এলাকার শিশুদের গুণগতমান বজায় রেখে উপানুষ্ঠনিক শিক্ষা প্রদান করছে। প্রতিটি শিক্ষাকেন্দ্রে সরকারের পক্ষ থেকে বই প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকারি শিক্ষা প্রশাসন ও জনপ্রতিনিধিরা ডামের কার্যক্রমের প্রতি নজর রাখলে শিক্ষা কার্যক্রম আরো ফলপ্রসূ হবে। এই অগ্রগতি অবহিতকরণ সভার আয়োজন করার জন্যে ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন ঝরে পড়ার প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য বা আর্থিক অস্বচ্ছলতা। এই দারিদ্র্য দূরিকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত কর্মসূচির মাধ্যমে কাজ করার তাগিদ দেন। তিনি বস্তিবাসী দরিদ্র শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য সাধারণ শিক্ষার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেয়া যায় কি না, এই বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. কাজী শরিফুল আলম তার বক্তব্য বলেন, প্রকল্পের প্রতিটি বিষয় সবার কাছে স্পষ্ট থাকলে প্রকল্প বাস্তবায়ন সহজতর হয় এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। ডাম তার সকল প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করে। সবার সম্মিলিত প্রয়াসে শিক্ষার আলোয় আলোকিত হয়ে একটি টেকসই শিখন সমাজ বিনির্মাণ সম্ভব হবে বলে আমার বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন ডামের কাপ-আপ প্রকল্পের বেসিক এডুকেশন কো-অর্ডিনেটর, ট্রেনিং কো-আর্ডিনেটর, ফিল্ড ম্যানেজার, টেকনিক্যাল অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা উৎসাহী ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার, রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. রিজওয়ান আলম। সবশেষে সুবিধাবঞ্চিত শিশুদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্প ৫ বছরে ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর এবং সৈয়দপুরের বস্তি এলাকার ২৯ হাজার ২৫০ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষাসেবা প্রদানের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।