বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ র্যালি
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের দীর্ঘ অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটকে ‘জনবান্ধব’ আখ্যা দিয়ে গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে নেতারা। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও গোলাম সারোয়ার কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগরসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমুখী বাজেট দেয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতারা। এদিকে শেখ হাসিনার সরকারের টানা ১৫তম বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে গতকাল নিজেদের শক্তির জানান দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা। রাজধানীর ওয়্যার স্ট্রিট ও র্যাংকিন স্ট্রিট এলাকায় ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। এতে অংশ নিয়েছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও সাবেক ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। গেন্ডারিয়া থানার ইর্স্টান ক্লাব ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে ধুপখোলা এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে বিকিল ৬টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
ছাত্রলীগ : সরকারঘোষিত নতুন বাজেটকে স্বাগত জানিয়ে গতকাল বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আনন্দ মিছিল শেষে সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রস্তাবিত বাজেটটি মেগা সরকারের একটি মেগা বাজেট। স্মার্ট বাংলাদেশের গড়ার জন্য একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাজেট। কল্যাণ-ধর্মী রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তিপ্রস্তর হচ্ছে এবারের বাজেট। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন গড়ার পর এটি আওয়ামী লীগ ও গণমুখী সরকারের প্রথম বাজেট। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড ভাঙ্গা বাজেট যা পূর্ববর্তী বাজেটের তুলনায় প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা বেশি। বাজেটে শিক্ষা খাতকে প্রাধান্য দেয়া হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১২ শতাংশ। শিক্ষার্থী ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাজেট প্রণয়ন করেছেন তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্রলীগকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সমাবেশের আগে একটি আনন্দ মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবলীগ : প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে গতকাল বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আনন্দ মিছিল করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। ওই মিছিল ও সমাবেশে যুবলীগের নেতাকর্মীরা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
কৃষক লীগ : প্রস্তাবিত বাজেটকে কৃষকবান্ধব উল্লেখ বিকাল ৪ ঘটিকায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনন্দ শোভাযত্রা করে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০ থেকে ৭০ পার্সেন্ট, সারসহ কৃষি উপকরণে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখায় ও কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক বিতরণ, স্মার্ট কৃষিকার্ড বিতরণের বরাদ্দ রাখায় এই বাজেট কৃষকবান্ধব বাজেট। এই বাজেট কৃষিবান্ধব বাজেট। তাই বাংলাদেশের কৃষক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি কৃষকরত্ন শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ শেখ মো. জাহাঙ্গীর আলম, আলহাজ আকবর আলী চৌধুরী, মিয়ান আব্দুল ওয়াদুদ, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, অ্যাড. রেজাউল করিম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক গোলশান আরা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ। এছাড়াও প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তাঁতী লীগ, মৎসজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগ।