ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় শুরু হয়ে দুপুর ১ টায় পরীক্ষাটি সমাপ্ত হয়। এ পরিক্ষার মধ্যদিয়ে শেষ হলো রবির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা। রবি কেন্দ্রে ৪৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ আজম পরীক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা অভূতপূর্ব। উল্লেখ্য, সারা দেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত