বেনাপোল রেলস্টেশনে টাস্কফোর্স ও বিজিবির যৌথ অভিযান
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
পাসপোর্ট যাত্রীদের চোরাচালান ঠেকাতে বেনাপোল রেলস্টেশনে অভিযান চালায় টাস্কফোর্স। ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোল রেলস্টেশনে ঢোকার আগেই বিজিবি সদস্যরা রেলস্টেশন এলাকা ঘিরে রাখে যাতে কোনো বহিরাগত চোরাচালানি স্টেশনে প্রবেশ করতে না পারে। স্টেশনে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালানে সহায়তার অভিযোগে বিজিবি ডলি খাতুন নামে একজন নারী চোরাকারবারিকে আটক করে। টাস্কফোর্স তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। এ সময় কাস্টমস নিবারকদল বেশকিছু যাত্রীর নিকট থেকে কয়েক লাখ টাকার চোরাচালানি যোগ্য মালামাল আটক করে।
খুলনা বিজিবির ডেপুটি রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার নামজুল হাসান, সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল অপস অফিসার মুজাহিদ, শার্শা উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামসহ কাস্টমস কর্মকর্তা সাইফুর রহমান মামুনসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।