উড়ন্ত গাড়ি
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
যানজটের কারণে অফিসে প্রায়ই দেরি করে ফেলেন কর্মজীবীরা। অনেক সময় মনে হয় যদি উড়ে যেতে পারতাম তাহলে আর বসের বকা শুনতে হতো না। তবে এবার খুব শিগগির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। উড়ন্ত গাড়ি আনছে গাড়ির জগতে অন্যতম জনপ্রিয় সংস্থা হুন্দাই। সম্প্রতি ব্রিটেনে হুন্দাইয়ের শীর্ষকর্তা মাইকেল কোল জানিয়েছেন, আগামী দিনে এই ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ির পরিকল্পনা বাস্তব হবে। চলতি দশক শেষ হওয়ার আগেই দেখা যেতে পারে এই গাড়ি। তবে এগুলো পুরোপুরি ইন্টার সিটি প্যাসেঞ্জার কার হিসেবে আসবে। প্রথমে খুব কম সংখ্যায় এই ধরনের পরীক্ষা দেখা যেতে পারে। শুরুর দিকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে এই উড়ন্ত গাড়ি ব্যবহার করা হবে। পরবর্তীকালে যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে উড়ন্ত গাড়ি। উড়ন্ত গাড়ির প্রথম ব্যাচটি পরীক্ষামূলকভাবে একটি সিঙ্গেল বা ডবল সিটার হতে পারে। পরবর্তীকালে মালপত্র বহনের জন্য আরো বড় ‘ফ্লাইং কার’-এর কথা ভাবতে পারে কোম্পানিগুলো। রাস্তার পাশাপাশি গাড়ির আকাশে ওড়ার স্বপ্ন দেখেছে বহু অটোমেকার। যেখানে গাড়ির দরজাই ডানা হয়ে উড়বে আকাশে। এই ধরনের প্রযুক্তিকে বলা হচ্ছে ‘ইলেকট্রিক ভার্টিকাল টেক অব অ্যান্ড ল্যান্টিং এয়ারক্র্যাফট’। এরই মধ্যে বেশকিছু সাফল্য এসেছে উড়ন্ত গাড়ির।