পানি উন্নয়ন বোর্ডের ‘নদী প্রকল্পের’ অধীনে ১৪৬ কিলোমিটার দীর্ঘ মাতামুহুরী নদীকে শাসনসহ টেকসইভাবে সংরক্ষণ করতে চায় বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এরই অংশ হিসেবে গত সোমবার কক্সবাজারের চকরিয়ায় অংশীজনদের নিয়ে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা করেন জাইকার প্রতিনিধিরা। মাতামুহুরী নদীর অববাহিকায় সর্বাঙ্গীন বন্যা ঝুঁকি এবং নদী ব্যবস্থাপনা পরিকল্পনা শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, এসি ল্যান্ড রাহাত উজ-জামান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মধ্যে উপবিভাগীয় প্রকৌশলী ইশতিয়াক নয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।
প্রকল্পের বিষয়ে জাইকার বিশেষজ্ঞ দলের মধ্যে সবিস্তারে তুলে ধরেন জাইকার উপদেষ্টা মরিমাসা তিসুদা, দলনেতা তাদানুরি কিটামুরা, নদী অববাহিকা বিশেষজ্ঞ তাকাসি ফুরুকাওয়া, হাইড্রোলজিস্ট বিশেষজ্ঞ হিরুমাসা অওকি, পরিবেশ-প্রতিবেশ বিশেষজ্ঞ কইয়োকো মিসহিমা প্রমূখ। সভায় জানানো হয়, আগামী ২০২৪ সাল পর্যন্ত এই জরিপ কাজ অব্যাহতভাবে চলবে। সামগ্রিক প্রকল্পের সংক্ষিপ্ত ভূমিকা, মাতামুহুরী নদীর অববাহিকায় সমীক্ষার রূপরেখা, কার্যক্রমের কর্মসূচী, কমিউনিটি ইন্টারভিউ সার্ভের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় জাইকার পক্ষ থেকে।
সভায় বলা হয়, মাতামুহুরী নদীর অববাহিকার উৎস, পানি সংরক্ষণ, নদীর দুই তীর টেকসইভাবে সংরক্ষণ, আকষ্মিক বন্যা ও ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ভয়াবহতা রোধকল্পে এই ‘নদী প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।