হাতিরঝিলে গাড়িতে মিলল নারী-পুরুষের নিথর দেহ

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানাধীন এলেনবাড়ি হাতিরঝিল এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরে গতকাল সকালে বিবস্ত্র অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩), তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২), তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।

তেজগাঁও থানার পরির্দশক (তদন্ত) শাহ আলম জানান, স্থানীয়দের দেয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে একটি প্রাইভেট কার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাইভেট কারটি মৃত দেলোয়ারের। এসএসএফ কোয়ার্টারে থাকতেন তিনি। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্পষ্ট মৃত্যুর কোনো আলামত নেই, কিন্তু একই জায়গায় কাছাকাছি সময়ে দুজনের মৃত্যুর রহস্য কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, তাদের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারে। তাছাড়া প্রাইভেট কারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে, পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী, গতকাল ভোরে গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৪-০৭২৫) দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর মরদেহ দেখতে পান। শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু মরদেহসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন দেন। তেজগাঁও থানা-পুলিশ সূত্র আরো জানায়, গাড়ির ভেতরে একাধিক বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে।