বরগুনায় শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে গত বুধবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেটে জোড়া লাগানো কন্যা শিশুর জন্ম হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের গার্মেন্টস কর্মী বাদশার স্ত্রী মাহামুদা আক্তারকে ওইদিন সকালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনি ও শিশু বিভাগের প্রধান ডা. ফাতেমা ডরোথি এবং ডা. শিলা সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। জোড়া শিশু সুস্থ রয়েছে।
শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো জমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।