বরাদ্দ ১ কোটি ৬০ লাখ টাকা

পটিয়া পৌরসভায় ৩টি মরা খাল খনন শুরু

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোলাম কাদের, পটিয়া

পটিয়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এরই ধারাবাহিকতায় পটিয়া পৌরসভার ৩টি মরা খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এই ৩টি মরা খাল খনন কাজসম্পন্ন হলে বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। পৌরসভার এ প্রকল্পটি অনুমোদনের বিষয়ে সার্বিক সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব পটিয়ার কৃতিসন্তান ড. আহমেদ কাউকাউস, হুইপ সামশুল হক চৌধুরী এমপি এবং পাউবো কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ। তিনি বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড (পাইবো) কর্তৃক ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পটিয়া পৌরসভার ৩টি মরা খাল খনন কাজের উদ্বোধনকালে বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপপ্রকৌশলী অপু দেব, সহকারী প্রকৌশলী ধীমান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর শফিউল আলম, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার চৌধুরী, পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব ও সাবেক কমিশনার নুরুল ইসলাম, আ.লীগ নেতা শহিদুজ্জমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, পটিয়া পৌরসভার মরা খালগুলো হলো- হাজির খাল, পাইকপাড়া খাল, সুচক্রদন্ডী খাল, গোবিন্দারখীল খাল।