রাস্তায় গাড়ি চালানোর চাঁদার টোকেন না থাকায় রাঙামাটিতে একটি অটোরিকশা জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের দেপ্পোয়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক বানেশ্বর দাশ জানান, রাঙামাটি থেকে যাত্রী নিয়ে ঘাগড়া যাওয়ার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় পৌঁছালে অস্ত্রধারী কয়েকজন চাকমা যুবক গাড়ি গতিরোধ করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তারা চাঁদার টোকেন আছে কি না জানতে চায়। টোকেন না থাকায় এক যাত্রীসহ আমাকে (চালক) রাস্তার পাশে সরু রাস্তায় নিয়ে যায় এবং টাকা মোবাইল নিয়ে নেয়। পরে অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। ঘটনার পরপরই শহরের বনরূপা এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভা করেছে অটোরিকশাচালক সমিতির নেতাকর্মীরা। তারা প্রশাসনকে আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনাসহ ক্ষতিগ্রস্ত চালককে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে রাঙামাটি শহরকে অচল করে দেয়া হবে। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।