ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভারতীয় সীসান্দে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

গত শনিবার উপজেলার জগদল সীমান্তে বিজিবি ক্যাম্পের ৩৭৩/৭৪ পিলারের মাঝামাঝি বাংলাদেশি ভূখণ্ডে নাগর নদীর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ধর্মগড় কলোনি এলাকার মফিজ উদ্দীনের ছেলে জিন্নাত (৬০) নামক ব্যক্তি নাগর নদীতে গোসল করার সময় ভারতীয় গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিন্নাতকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

নিহতের স্বজনরা জানায়, তিনি ঢাকায় নিরাপত্তা প্রহরি পদে চাকরি করতেন। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। শনিবার দুপুরে জিন্নাত নাগর নদীতে গোসল করতে গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. ক. তানভির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে মধ্যবয়সি বাংলাদেশি নাগরিক জিন্নাত বাংলাদেশি সীমান্ত পার হয়ে যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত