ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে ২০০ কোটি টাকার আম উৎপাদন

রাঙামাটিতে ২০০ কোটি টাকার আম উৎপাদন

আম্প্রপালি, রুপালি, বারি-৪ ও রাংগুই। পাহাড়ি উর্বর ভূমিতে ফলন হওয়া এ চার জাতের সুস্বাদু আম সবার কাছে প্রিয়, খেতেও স্বাদ। চড়া দাম হোক কিংবা কম দাম, সবধরনের ক্রেতার ভিড় লেগে যায় এসব আম কিনতে। রাঙামাটিতে এবছর এই চার জাতের আমের বাম্পার ফলন হয়েছে। বাগানের গাছে গাছে, হাটবাজারে সর্বত্রই আম। আমবোঝাই সারি সারি ট্রাক যাচ্ছে সারা দেশে। এ বছর জেলায় ২০০ কোটি টাকার ওপর আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ।

জানা গেছে, পার্বত্যাঞ্চলের মাটি চাষের জন্য খুবই উপযোগী এবং উর্বর। বর্তমানে দেশি-বিদেশি অনেক ধরনের ফলেরই চাষ হচ্ছে এই পাহাড়ি জেলা রাঙামাটিতে। এসব ফলের মধ্যে বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু আম আম্প্রপালি, রুপালি, বারি-৪ ও রাংগুই। ফরমালিনমুক্ত পাহাড়ি আমের সারা দেশে চাহিদা ব্যাপক। শুধু দেশে নয়, এ অঞ্চলের আম বিদেশেও রপ্তানি হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মিশ্র ফল বাগানের মাধ্যমে স্বাবলম্বী করার প্রকল্পও আম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙামাটিতে এবার আমের ফলন ভালো হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরাও বিভিন্ন স্থান থেকে আম সংগ্রহ করে সরবরাহ করছে দেশের বিভিন্ন স্থানে। আয়ও করছে ভালো। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার রাঙামাটিতে প্রায় দুইশত কোটি টাকার ওপর আম উৎপাদন হয়। সঠিক পরিচর্যা ও আগাম বৃষ্টি না হওয়ায় ফলন ভালো হয়েছে। চলতি বছর জেলায় তিন হাজার ৩৯২ হেক্টর বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৩১২ মেট্রিক টন। প্রতি কেজি ৪০ টাকা হিসেবে এসব আমের মূল্য ধরা হয়েছে প্রায় ২৩৮ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত