ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই

বললেন খাদ্যমন্ত্রী
বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই

বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেন, বিবিএস গত ২০২১-২২ অর্থবছরে দুইশত ১ দশমিক ৮৬ লাখ মেট্রিক টন ধান, ত্রিশ দশমিক ০১ লাখ মেট্রিক টন আউস ও একশত ৪৯ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন আমন চাল এবং দশ দশমিক ৮৬ লাখ মেট্রিক টন গম সর্বমোট তিনশত ৯২ দশমিক ৩১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। মন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ বিবেচনায় ২০২৩ সালের ১ জানুয়ারিতে দেশের মোট জনসংখ্যা দাঁড়াবে ১৭১ দশমিক ৯০ মিলিয়ন (প্রাক্কলিত)। সে হিসাবে দেশে খাদ্যশস্যের মোট চাহিদা হবে ২২০ দশমিক ৭৩ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের পূর্ববর্তী ধারা যদি বজায় থাকে তবুও দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই। খাদ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে সরকারিভাবে ৬ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন চাল এবং ৬ দশমিক ৮০ লাখ মেট্রিক টন গম অর্থাৎ ১৩ দশমিক ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। বেসরকারিভাবে ৪ দশমিক ২২ লাখ টন চাল এবং ২৭ দশমিক ২৪ লাখ মেট্রিক টন গম অর্থাৎ মোট ৩১ দশমিক ৪৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে (৪ জুন পর্যন্ত) সরকারি খাদ্যশস্য মজুত রয়েছে ১৭ দশমিক ৪৪ লাখ মেট্রিক টন (১৩ দশমিক ৮৩ লাখ মেট্রিক টন চাল এবং ৩ দশমিক ৬১ লাখ মেট্রিক টন গম)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত