গোয়েন্দা পুলিশের অভিযান

কিশোরগঞ্জে ১৬শ’ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপনসংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকার হাজী ইসরাইল মেহেরুন্নেছা টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত তিনজন হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্প, বি-ব্লক এলাকার সামছুল আলমের ছেলে মো. ইলিয়াস (২০), একই এলাকার নবী হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ এলাকার আব্দুল খালেকের ছেলে কামরুল ইসলাম (২৮)। গতকাল দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রয় করেন বলে স্বীকার করেছেন। পরে তাদের ইয়াবাসহ কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।