ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবনির্বাচিত পৌর মেয়র মাহাবুব

অগ্রাধিকার ভিত্তিতে সব সমস্যার সমাধান করব

নালার দখল ছেড়ে দেয়ার অনুরোধ
অগ্রাধিকার ভিত্তিতে সব সমস্যার সমাধান করব

কক্সবাজার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব গ্রহণের পর টানা তিন মাস কাজ করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, বর্ষা আসন্ন, শহরের অনেক গুরুত্বপূর্ণ নালা কিছু প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে। যেখানে তৈরি করা হয়েছে অনেক স্থাপনা। তিনি বলেন, তিন বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে এসব নালা দখলমুক্ত করে জলাবদ্ধতার কিছু নিরসন করা হয়েছিল। কিন্তু নতুন করে কিছু নালা দখল হয়েছে। এসব নালা দখলকারীদের কাছে আমার অনুরোধ দ্রুত সময়ের মধ্যে এসব দখল ছেড়ে দেন নিজ দায়িত্বে। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন শহর করতে সহায়তা করুণ। গত সোমবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মাহাবুবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ১৬৮ ভোট। ভোট-পরবর্তী সব ধরনের বিজয় মিছিল বন্ধ রাখার আহ্বান জানিয়ে নব নির্বাচিত মেয়র গতকাল সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কতৃজ্ঞতা প্রকাশ করতে থাকেন। দুপুর আড়াইটায় নবনির্বাচিত মেয়র মাহাবুবুরের সঙ্গে এ প্রতিবেদকের দেখা হয় ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকায়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন এলাকায় এলাকায় স্বশরীরে ঘুরে এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করছি। সমস্যা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানে করা হবে। কক্সবাজার পৌরসভা হবে একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও পর্যটনবান্ধন শহর। আমার নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৩৭ দফা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। এজন্য যা যা করণীয় তার সব কিছুই করবেন তিনি। ছাত্র নেতা থেকে মেয়র মো. মাহাবুবুর রহমার মাবু চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস, কক্সবাজার শহর ছাত্রলীগের আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘ ৩৭ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি কক্সবাজার পৌরসভার টানা তিনবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা ৩ বছর। শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দে তাকে মনোনয়ন প্রদান করা হয়। সোমবার নির্বাচনে জয়লাভ করেন তিনি। ঘোষিত ফলাফলকে জনতার বিজয় বলে মন্তব্য করেছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ ভোটাররা আন্তরিকভাবে নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি জনতাসহ সব স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ। এ বিজয় নিয়ে সমর্থকদের কোনো প্রকার মিছিল সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, বিদ্রোহী প্রার্থী রাশেদ আমার বন্ধু, তার পিতার প্রতি আমার সম্মান চিরদিন থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত