ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপের কি-বোর্ড পরিবর্তন

হোয়াটসঅ্যাপের কি-বোর্ড পরিবর্তন

মেসেজভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়তই গ্রাহকের জন্য নতুন সব ফিচার নিয়ে হাজির হয়। বিশেষ করে গ্রাহকের সুরক্ষা এবং নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরো ভালো করতে সচেষ্ট থাকে এই অ্যাপ। এবার মেটার মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন রিডিজাইনড ইমোজি কি-বোর্ড নিয়ে আসছে। নতুন কি-বোর্ডটি অ্যান্ড্রয়েডের কিছু বিটা পরীক্ষকদের জন্য। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কি-বোর্ড উপরের দিকে স্ক্রল করতে পারবেন। ওয়াবেটাইনফোর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইমোজি কি-বোর্ডের একটি বড় এবং প্রশস্ত ভিউ পাবেন। এদিকে আবার ইমোজি কিবোর্ডের ক্ষেত্রে জিআইএফ, স্টিকার এবং অবতার সেকশনের মতো অন্যান্য ট্যাবগুলোকে উপরে প্লেস করা হয়েছে। তবে এই নতুন করে ডিজাইন করা ইমোজি কিবোর্ডটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দেখতে পাবেন না। আপাতত তা কেবল কিছু বিটা পরীক্ষকই দেখতে পাবেন এবং সেটিকে কাজেও লাগাতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে চলে আসবে বলে জানানো হয়েছে। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য আরো একটি ফিচার এনেছিল। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই মাধ্যমের জন্যই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি হাইডেফিনিশন বা এইচডি কোয়ালিটির ছবি পাঠানোর বিশেষ সুবিধা যোগ করে। এক্ষেত্রে ডিফল্ট অপশনটি প্রতিটা ছবির ক্ষেত্রেই সবসময় ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’র হবে। তারপরও ব্যবহারকারীদের ভালো ছবির কোয়ালিটির জন্য প্রতিটা ছবির ক্ষেত্রে আলাদা করে এইচডি অপশনটি বেছে নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত