অন্যরকম
১০০ কেজি ওজন কাঁধে নিয়ে পর্বতের চূড়ায়
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
যুক্তরাজ্যে ১০০ কেজি ওজন কাঁধে নিয়ে দেশটির সর্বোচ্চ পর্বত বেন নেভিসের চূড়ায় আরোহণ করেছেন ডেভিড ডুহার (৩৭) নামের এক ব্যক্তি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয়, মোটর নিউরন (এমএনডি) রোগের গবেষণায় তহবিল সংগ্রহের জন্য তিনি ওই পর্বতে আরোহণের কথা ভেবেছিলেন। এজন্য তিনি ছয় মাস প্রশিক্ষণ নেন। এরপর ১০০ কেজি ওজনের বারবেলসহ তিনি যাত্রা শুরু করেন। ডেভিড ডুহার জানান, তার এ রকম চ্যালেঞ্জের পেছনে কারণ হলো ‘মাই নেম’ ৫ ডডি ফাউন্ডেশন’ এর সহায়তা। যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত বেন নেভিসের উচ্চতা ১ হাজার ৩৪৫ মিটার (৪ হাজার ৪১৩ ফুট)। পর্বতের চূড়ায় পৌঁছতে ডুহারের সময় লেগেছে সাড়ে ১৬ ঘণ্টা।