চট্টগ্রামে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে গণশুনানি
ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে সেবা প্রদানে সন্তোষ প্রকাশ
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২-২৩) এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে সেবা প্রদান প্রক্রিয়া সহজ করতে গণশুনানি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেবাগ্রহীতাদের সঙ্গে এ গণশুনানি হয়। এতে হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এস এম মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. নূরুল ইসলাম বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় বর্তমানে সম্মানিত পেনশনারদের কষ্টলাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করে হচ্ছে।
এতে সেবাগ্রহীতাদের সুযোগ বেড়েছে। গণশুনানিতে তিনি সেবাগ্রহিতাদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবাগ্রহিতাদের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। সেবাগ্রহিতারা গণশুনানির উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান এবং ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। গণশুনানিতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচলক মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ কমিশনার (তদন্ত) মো. মোস্তফা কামাল, বিআইটিআইডি ফৌজদারহাট-এর পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, মেট্রোপলিটন কৃষি অফিসার রেটিনা চাকমা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা রেজিস্টার মিশন চাকমা, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ আফিফা বেগমসহ বিভিন্ন দপ্তরের আয়ন ও ব্যয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।