ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৫ কোটি টাকার জায়গা উদ্ধার

পটিয়ায় গরুলুটা-কেরিঞ্জা খাল দখল করে অবৈধ স্থাপনা

পটিয়ায় গরুলুটা-কেরিঞ্জা খাল দখল করে অবৈধ স্থাপনা

পটিয়ায় খাল খনন কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বুধপুরা বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গরুলুটা খালে প্রবাহ ফিরিয়ে দখলমুক্ত করেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে খালে দখল হয়ে যাওয়া অংশ উদ্ধার করে খালের গতি ফেরানো হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের গরু লুটা-কেরিঞ্জা খালের বিশাল অংশ (১৭৬ মিটার বাই ১১ মিটার) দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার পায়তারা করছিল। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ড পটিয়া (পওর) উপবিভাগীয় প্রকৌশলী অপু দেব, হাটহাজারীর (পওর) উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার, উপসহকারী প্রকৌশলী ধীমান চৌধুরী, লিটন চৌধুরী, পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম বলেন, পাউবোর ১ হাজার ১৫৮ কোটি টাকার প্রকল্পের অধীনে খাল খনন করতে গিয়ে দেখা যায়, বুধপুরা বাজার এলাকায় গরুলুটা-কেরিঞ্জা খালের প্রায় ১৭৬ মিটার খাল ভরাট করে দখল করে রেখেছে অবৈধ দখলদার। খবর পেয়ে আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনতে পুনরায় খননকাজ পরিচালনা করেছি।

সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ভরাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা হয় খালটি। খালের গতিপথ পূর্বের পথে ফিরিয়ে দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত