ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের নিরাপত্তায় ৫টি নিরাপত্তা বক্স উদ্বোধন ঢাবির

শিক্ষার্থীদের নিরাপত্তায় ৫টি নিরাপত্তা বক্স উদ্বোধন ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে ৫টি সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এসব নিরাপত্তা বক্সের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ‘সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স’-এর উদ্বোধন করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ বক্স উদ্বোধন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শাহীন খান?, সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত, অধ্যাপক সউদ আহমেদ, অধ্যাপক লিটন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত