আ.লীগ অফিসে বোমা হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্বরোচিত বোমা হামলায় নিহতদের স্মরণ করে তাদের প্রতি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং নিহতের পরিবার ও স্বজনদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে।
গতকাল সকাল ৭টায় শহীদ বাপ্পী স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ কার্যালয় হতে শোকর্যালী, শহীদ বাপ্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শীতলক্ষ্যা সত্য নারায়ণ জিউর মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়। বাদ জুম্মা শহীদ বাপ্পীর পরিবারবর্গের উদ্যোগে শহীদ বাপ্পীর বাসভবন হাসান মঞ্জিলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বাদ এশা শহীদ বাপ্পী স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ কার্যালয়ে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ কর্মসূচি পালিত হয়।
সকালে চাষাঢ়ায় বোমা হামলার ঘটনাস্থলে নির্মিত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দনশীল। এসময় নিহত পরিবার ও স্বজনরাও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে কালো পতাকা নিয়ে একটি মিছিল শহীদ মিনার পর্যন্ত গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. হান্নান আহমেদ দুলাল, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. অধ্যাপক আতিকুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো, জুয়েল হোসেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীন নেতা এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ প্রমুখ। এসময় অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীও শ্রদ্ধা নিবেদন করেন।