সিইসির পদত্যাগ দাবি

রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘বরিশালে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমসহ ভোটারদের উপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ এবং ব্যর্থ সিইসির পদত্যাগের দাবিতে’ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের প্রেসিডিয়ামের সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, দেশবিরোধী সরকারের পতনের একদফা দাবিতে রাজপথ ছাড়বো না। দীর্ঘ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের ন্যায় এই সরকার ক্ষমতায় বসে আছে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, শ্রমিকনেতা শ্রমিকনেতা মাওলানা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর এলাকায় গিয়ে শেষ হয়।