ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে চলছে পশুর হাটের প্রস্তুতি

রাজধানীতে চলছে পশুর হাটের প্রস্তুতি

ঘনিয়ে এসেছে ঈদুল আজহার সময়। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এরইমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার রাজধানীতে অস্থায়ী ১৭টি পশুর হাট বসবে। এছাড়া স্থায়ী আরো দুটি হাট থাকছে অন্যান্যবারের মতো। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ইজারাদাররা। কর্মব্যস্ত সময় পার করছেন সাধারণ শ্রমিকরা, যারা মূল হাটের কাজ তৈরি করছেন। কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটের ভেতরে গরু বাঁধার জন্য বাঁশ ও ত্রিপল দিয়ে শেড তৈরি করা হচ্ছে। গরু আসা শুরু হলে আগত ব্যাপারীরা খুঁটিকেন্দ্রিক ত্রিপল বা পলিথিন বসিয়ে নিজ নিজ পশু বেঁধে রাখবেন। অন্যদিকে, পশুর হাট সংলগ্ন মেইন রোডে বড় বড় গেট করা হয়েছে। গেটগুলোতে চলছে আলোকসজ্জার কাজ। এসব পশুর হাট সাজাতে সাধারণ শ্রমিকের পাশাপাশি ইজারাদার বা পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরাও ব্যস্ত সময় পার করছেন। ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থায়ী হাটগুলো ছাড়াও ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত