ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেইসবুক মিউট করতে...

ফেইসবুক মিউট করতে...

অনেকেই স্মার্টফোন বা কম্পিউটারে ফেইসবুক চালু করে বিভিন্ন কাজ করে থাকেন। তবে ফেইসবুকে ঢুকলেই বন্ধু তালিকায় থাকা সবাই জানতে পারেন, আপনি যে অনলাইনে আছেন। তাই পরিচিত যে কেউ বার্তা পাঠাতে পারেন। কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে সময়মতো বার্তার উত্তর দিতে না পারায় মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ফেইসবুকের ‘অ্যাকটিভ’ স্ট্যাটাস অপশন বন্ধ রেখে অনলাইনে সক্রিয় থাকার তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়। স্মার্টফোন থেকে ফেইসবুকের অ্যাকটিভ স্ট্যাটাস অপশন বন্ধ করার জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপ চালু করতে হবে। এরপর উপরের চ্যাটস অপশনের পাশে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে প্রোফাইল ছবির পাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এবার নিচে স্ক্রল করে অ্যাকটিভ স্ট্যাটাস অপশন বন্ধ করতে হবে।

কম্পিউটার থেকে অ্যাকটিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য ফেইসবুকে প্রবেশ করে ডানদিকের উপরে থাকা মেসেঞ্জার আইকনে ক্লিক করতে হবে। এরপর চ্যাটস অপশনের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলেই নিচে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার নিচে স্ক্রল করে অ্যাকটিভ স্ট্যাটাস অপশনটি বন্ধ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত