ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় ইনু

নির্বাচন বন্ধে দেশি বিদেশি মহল পাঁয়তারা করছে

নির্বাচন বন্ধে দেশি বিদেশি মহল পাঁয়তারা করছে

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচনের দরজা কড়া নাড়তে শুরু করেছে। দেশি-বিদেশি মহল নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। বিএনপি সাড়ে ১৪ বছর ধরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে নির্বাচনকে কেন্দ্র করে নতুন সরকারের অদলবদল করার চেষ্টা করছে। এরই মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যত অভিযোগ দিয়েছে, সবই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া সার্কেট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু আরো বলেন, উপ নির্বাচন ও স্থানীয় নির্বাচনে জনগণ সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। নির্বাচন কে বর্জন করল, আর কে নির্বাচন করল; সেটা নিয়ে জগণের কোনো মাথাব্যথা নেই। যত ব্যথা বিএনপি-জামায়াতের। এ সময় মিরপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী ও জেলা জাসদের প্রচার সম্পাদক কারসেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত