ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর অবদানে উন্নত শহর পেয়েছি

বললেন কউক চেয়ারম্যান
প্রধানমন্ত্রীর অবদানে উন্নত শহর পেয়েছি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কউক কর্তৃক সংস্কারাধীন কক্সবাজার শহরের প্রধান সড়ক-সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কউকের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার (অব.)। কক্সবাজারের প্রধান সড়ক সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন সেবা সংস্থা ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানান কউক চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ কক্সবাজারবাসী উন্নত শহর উপহার পেয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজার এসে দেখে গিয়েছেন বলেই এত বড় কর্মযজ্ঞ করতে সক্ষম হয়েছি। রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন থেকে শুরু অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। সামনে আরো বড় প্রকল্প হাতে নেয়া হচ্ছে।’ তিনি রাস্তা-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা ও রাস্তা-সংলগ্ন ড্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান। কক্সবাজার শহরকে পরিষ্কার রাখতে কমিউনিটিভিত্তিক আবর্জনা ব্যবস্থাপনা সিস্টেম চালু করার জন্য স্থানীয় জনসাধারণকে অনুরোধ জানিয়ে এক্ষেত্রে কউক থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সভায় স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ব্যক্তিরা জলাবদ্ধতার বিভিন্ন কারণ ও সংস্কারকৃত সড়কের যথাযথ ব্যবহার নিয়ে তাদের বক্তব্য ও পরামর্শ উপস্থাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত