চট্টগ্রামের বোয়ালখালীতে শত বছরের পুরোনো শ্বেতপাথরের রাধাকৃষ্ণের মূর্তিসহ মন্দিরের কাঁসাপিতলের তৈজসপত্র চুরি হয়ে গেছে। গত বুধবার সকাল ১০টার দিকে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে গিয়ে এ ঘটনা দেখতে পান বাড়ির গৃহবধূ পম্পি চৌধুরী। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, তথ্য উপাত্ত যাচাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম ভারত মাঝির বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটেছে। ওই বাড়ির বাসিন্দা সাগর চৌধুরী বলেন, মন্দিরে প্রায় শত বছরের পুরোনো শ্বেতপাথরের এক ফুট উচ্চতার রাধাকৃষ্ণের মূর্তি, একটি শালগ্রাম শিলা ও মন্দিরের পূজার উপকরণ কাঁসা-পিতলের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, বংশ পরম্পরায় ৯টি পরিবার মিলে এ মন্দিরে পূজা-অর্চনা করে আসছি। মন্দিরে নিত্যপূজা অনুষ্ঠিত হয়। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কিশোর কুমার ভঞ্জ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে। তবে মন্দিরের জায়গা নিয়ে প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।