বাজারে বিশ্বের ছোট স্মার্টফোন

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ট্রান্সপারেন্ট ডিজাইন নিয়ে বাজারে এসেছে মাত্র ৩ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোন! তবে ছোট হলেও অনেক স্মার্টফোন থেকে এর স্টোরেজও বহু বেশি। চীনা স্মার্টফোন জায়ান্ট ইউনিহার্টজ বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোনটি বাজারে এনেছে। স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে ইউনিহার্টজ জেলি স্টার। সংস্থার দাবি, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এই স্মার্টফোনটি বিশ্বের ক্ষুদ্রতম ফোন। স্মার্টফোনটি নাথিং ফোনের মতোই ট্রান্সপারেন্ট। অর্থাৎ স্বচ্ছ ডিজাইনে ফোনের ইন্টার্নাল পার্টও এপাশ থেকে ওপাশ খুব ভালোভাবেই দেখতে পাবেন।

স্মার্টফোনটির মাত্র ৩ ইঞ্চির এলইডি ডিসপ্লে, যার রেজ্যুলুশন ৪৮০ঢ৮৫৪ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি-৯৯ অক্টা-কোর প্রসেসর। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে। বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এছাড়া পাবেন এফএম রেডিও। এ ফোনে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার, যার মাধ্যমে ফোন থেকেই বাড়ির যে কোনো অ্যাপলায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে। ফটোগ্রাফির জন্য এই জেলি স্টার ফোনের পেছনে রয়েছে একটাই মাত্র ক্যামেরা, যার সেন্সর ৪৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

ছোট্ট ইউনিহার্টজ জেলি স্টার স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কোম্পানির দাবি, সারা দিন ব্যবহারেও এই ফোনের ব্যাটারি শেষ হবে না। মাত্র একটা স্টোরেজ ভ্যারিয়েন্টই পাওয়া যাবে ফোনটি। তার সঙ্গে মাইক্রোএসডি কার্ডের জন্যও একটি পোর্ট দেওয়া হয়েছে। লাল, নীল-এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ফোনটি আপাতত হংকংয়ের মার্কেটের জন্যই নিয়ে আসা হয়েছে। অক্টোবর থেকে ফোনটি কিনতে পারবেন ক্রেতারা। বাংলাদেশি মুদ্রায় ফোনটির দাম পড়বে ২২ হাজার টাকা।