ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এই অবৈধ সরকারকে আমরা মানি না

বরিশালে মির্জা ফখরুল
এই অবৈধ সরকারকে আমরা মানি না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- এই অবৈধ সরকারকে আমরা মানি না, বিএনপি নির্বাচন চায়, তবে সুষ্ঠু, অবাধ ও নিরাপেক্ষ সরকারের অধীনে; শেখ হাসিনার অধিনে নয়। বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল বিকালে বিভাগীয় তারুণ্যের সমাবেশ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজনে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশে তিনি আরো বলেন, বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

এখন আমাদের রুখে দাঁড়াতে হবে। কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও কেন্দ্রীয় বিএনপির বরিশাল সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বঙ্গবন্ধু উদ্যানে। প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ স্থলে ও আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এদিকে বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি হিসেবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। বিকাল ৪টায় বিএনপির সমাবেশস্থল থেকে ৮০০ মিটার দূরত্বে নগর ভবনের সামনের সড়কে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি ও যুবলীগের সমাবেশকে ঘিরে নগরজুড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক দেখা দিলেও শান্তিপূর্ণভাবেই দুই দলের সমাবেশ শেষ হয়। এদিকে বরিশাল মহানগর যুবলীগের লীগের সভাপতি নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে শান্তি সমাবেশের প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির। সমাবেশের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো : বদিউল আলম । এদিকে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে উভয় সমাবেশস্থলের পাশাপাশি নগরের সদর রোড ও আশপাশের সড়কগুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত