বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে। উত্তরবঙ্গের ঈদযাত্রায় ভয়াবহ যানজট নিরসনে এ ফ্লাইওভার খুলে দেয়া হয়। গতকাল দুপুরের দিকে এ ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ জনগুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১৯ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এ যানবাহনের সংখ্যা প্রায় ৪০ হাজারের বেশি। বিশেষ করে ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানটের সৃষ্টি হয়। ঈদযাত্রায় এ ভোগান্তি থেকে রেহাই পেতে এই নলকা ফ্লাইওভার উদ্বোধন করা হয়। এ উদ্বোধনের পরেই ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল শুরু করেছে। এ সময় স্থানীয় সরকারের উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ ও অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।