ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

পাখির বিষ্ঠার ফেসপ্যাক!

পাখির বিষ্ঠার ফেসপ্যাক!

বর্তমানে খাবার জিনিস দিয়েই অহরহ রূপচর্চার কাজ করছেন অনেকে। দই থেকে শশা কিংবা মধু- এমন হাজারটা জিনিসের নাম বলা যায়। তাই বলে কষ্টের পয়সা খসিয়ে পাখির বিষ্ঠা মাখতে হবে মুখে? হ্যাঁ! মাখতে হবে নয়, মাখছেন অনেকে। কারণ ওই বিষ্ঠা ব্যবহার করা হয় এক ধরনের ফেসপ্যাক হিসেবে। রীতিমতো দামি ফেসপ্যাক। এর নেপথ্যে রয়েছে নাইটিঙ্গেল পাখি। জাপানি নাইটিঙ্গেল। এই পাখির বিষ্ঠা দিয়েই বিশেষ ধরনের ফেসপ্যাক তৈরি করা হয়। যা বেশ জনপ্রিয়। যদিও অনেক দামের কারণে সাধারণ মানুষের সাধ্যের বাইরে এটি। জাপানি নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন সেলিব্রেটি এবং ধনকুবেররা। একবার এই প্যাক ব্যবহারে খরচ পড়ে প্রায় ১৭ হাজার টাকা। এখন প্রশ্ন ওঠে, পাখির বিষ্ঠার কোন বিশেষত্ব ম্যাজিক করছে মুখমণ্ডলে? গবেষকরা জানিয়েছেন, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামের একপ্রকার উৎসেচক থাকে। গুয়ানিন চামড়াকে নরম রাখে। এই কারণেই এই প্যাক এরইমধ্যে ব্যবহার করেছেন টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যামসহ বহু তারকা। জাপানে বেড়াতে গেলে, সাধ্য থাকলে আপনিও ব্যবহার করতে পারেন নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত