অন্যরকম
বাড়িভাড়া অগ্রিম দিতে কিডনি বিক্রি!
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বর্তমান বিশ্বের যে কোনো দেশেই সাধারণ মানুষের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়ি ভাড়া। ভারতের বেশিরভাগ শহরের চিত্র একই। এমন অবস্থায় বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া অগ্রিম দিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন সাড়া ফেলেছে। বাড়ি ভাড়া অনেক বেশি তো আছেই, এছাড়াও শুরুতেই দিতে হয় দুই তিন মাসের অগ্রিম। বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া মেটাতে গেলে যে নিজের কিডনি বিক্রি করার জোগাড় হয়, তা-ই যেন বুঝিয়ে দিয়েছেন আইটি শহরের এক বাসিন্দা। সম্প্রতি রামিয়াখ জৈন এক ব্যক্তি টুইটারে ব্যঙ্গ করে দেয়া একটি পোস্টারের ছবি শেয়ার করেন। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘বাঁ কিডনি বিক্রি চলছে। ভাড়া বাড়ির জন্য বাড়িওয়ালা যে অগ্রিম চাইছেন সেই টাকা চাই।’ যদিও তারপরই তিনি লিখেছেন, ‘রসিকতা করছিলাম, কিন্তু আমার ইন্দিরানগরে থাকার জন্য একটি বাড়ি চাই।’ আসলে দীর্ঘদিন ধরে নিজের সাধ্যের মধ্যে আইটি শহরে বাড়ি ভাড়া খুঁজে চলেছেন রামিয়াখ। শেষে হতাশ হয়ে তিনি ব্যঙ্গাত্মক উপায় বেছে নিয়েছেন। শুধু টুইটারে নয়, তিনি লিঙ্কডইনেও লিখেছেন, ‘ইন্দিরানগরে জায়গা পাওয়া কঠিন, আশা করি এই পোস্টারগুলো আমাকে সাহায্য করবে।’ স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট পোস্টটি বেঙ্গালুরুতে ভাড়া পাওয়ার অসুবিধা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বেঙ্গালুরু শহরে ভাড়া বাড়িতে বাস করতে গেলে যে পকেট ফাঁকা হয়ে যায়, তা অনেক নেটিজেনই প্রতিক্রিয়ায় জানিয়েছেন। অনেকেই বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া খোঁজা নিয়ে নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন।