ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমিসংক্রান্ত বিরোধ

রূপগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

রূপগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়ক্ষের ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটেছে এ ঘটনা।

প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, কয়েকমাস ধরে সাড়ে ১০ শতাংশ জমি নিয়ে ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের চাঁন মিয়ার ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে একই এলাকার নুরুল ইসলামের ছেলে আবুলের বিরাধ চলে আসছিল। বর্তমানে সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় আবুলের পক্ষ নিয়ে ভোলাবো ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক শরীফের সঙ্গে বিল্লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িতে পড়ে। এ সময় আহত হন বিল্লাল হোসেন (৩৮), বাছেদ কাজী (৫০), আরিফুল ইসলাম (৩০), কাউসার (৩০), নীলা আক্তার (২৬), হাকিমউদ্দিন (৩০), আরমান (৩৫), মোনতাছির (২৫), রাশিদা আক্তার (৪০), আছমা আক্তার (৩৫)। এদের মধ্যে বিল্লাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বাছেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমি নিয়ে আবুলের সঙ্গে আদালতে মামলা চলমান। কিন্তু শরীফ কি কারণে তার পক্ষ নিয়ে আমাকেসহ আমার লোকজনের ওপর হামলা করেছে সেটা বুঝতেছি না। আমি অভিযোগ দায়ের করেছি। অপরদিকে শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিল্লাল তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আমিও থানায় অভিযোগ করেছি। এদিকে এ ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন বলে ওসি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত