রিমুভার ছাড়াই তুলুন নেলপলিশ!

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোনো অনুষ্ঠানে হঠাৎ বেরোনোর পরিকল্পনার হলে কী পরবেন, কীভাবে সাজবেন, সব ঠিক করে নিলেন। এদিকে হঠাৎ চোখ পড়ল অর্ধেক উঠে যাওয়া নেলপলিশগুলোর দিকে। নখ থেকে যা না তুললেই নয়। ড্রয়ার খুলে দেখলেন, একি...রিমুভারও শেষ! মাথায় হাত! তাহলে তো পুরো সাজটাই মাটি হয়ে যাওয়ার উপক্রম। তবে এক্ষেত্রে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মুশকিল আসান হতে পারে। জেনে নিন বাড়িতে রিমুভার না থাকলেও ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে সহজেই নেলপলিশ তুলে ফেলতে পারবেন। আমাদের সবার বাড়িতে রিমুভার না থাকলেও টুথপেস্ট কিন্তু থাকে। একটি ব্রাশে টুথপেস্ট আর বেকিং সোডা লাগিয়ে নখের ওপর ঘষলেই উঠে যাবে নেলপলিশ। স্যানিটাইজার শুধু জীবাণুমুক্ত করে না, নেলপলিশ তুলতেও সাহায্য করে। তুলোতে ভালো করে স্যানিটাইজার ভিজিয়ে নখের ওপর ঘষলে মুহূর্তেই নেলপলিশ উঠে আসবে। নেলপলিশ তুলতে কাজে আসে ডিয়োডোর‌্যান্ট বা বডি স্প্রেও। নখের ওপর ডিয়োডোর‌্যান্ট স্প্রে করে তুলো দিয়ে ঘষলেই নেলপলিশ উঠে যাবে। পুরোনো নেলপলিশ তুলতে নখের ওপর নতুন নেলপলিশের প্রলেপ লাগান। এতে আগের নেলপলিশ নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে নখে ঘষলেই সহজেই উঠে যাবে নেলপলিশ।

লেবু আর ভিনিগার এই দুই উপাদান মোটামুটি সবার বাড়িতেই থাকে। একটি পাত্রে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখুন। মিনিট পাঁচেক পরে তুলো দিয়ে ঘষুন। পেয়ে যাবেন তৎক্ষণাৎ ফলাফল।